মিছবাহ ফাউন্ডেশন ইউকের আয়োজনে বাঘায় উপহারসামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪০:৫২ অপরাহ্ন
দক্ষিণ বাঘা বায়তুল আকমল জামে মসজিদে শুক্রবার ১৬ ফেব্রুয়ারি বাদ জুমা মিছবাহ জামালের বাবা অত্র মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম নছির উদ্দিন আহমেদ ও চাচাদ্বয় বাঘা ইউনিয়নের প্রথম চেয়ারম্যান মরহুম আজির উদ্দিন আহমদ ও মরহুম বাহাউদ্দীন আহমদ স্মরণে দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়। পরে ফাউন্ডেশন আয়োজিত এলাকার কিছু সুবিধা বঞ্চিতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ইকবাল সিদ্দিকী। বিশিষ্ট রাজনীতিবিদ সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ( সিনিয়র) উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রোটারিয়ান হুমায়ুন ইসলাম কামালের সভাপতিত্বে ও ব্যাংকার জিল্লুর রহমান শিলুর পরিচালনায় সবাইকে স্বাগত জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল।
বিশেষ অতিথি ছিলেন নাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটালের ইউকে কমিটির প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবী এম শামসুদ্দিন, সালাম মকবুল উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগি আব্দুস সালাম, অতিথিবৃন্দ মিছবাহ ফাউন্ডেশন ইউকে ও সানরাইজ-স্পেকট্রাম বাংলা রেডিও ও অন অনলাইন টিভির পক্ষে আর্তমানবতার সেবার কাজের ভূয়সী প্রশংসা করেন ও বলেন এই রেডিও মিডিয়ার মাধ্যমে মিছবাহ জামাল সিলেটের হার্ট ফাউন্ডেশন হসপিটাল প্রতিষ্ঠার পিছনে ২০০৬ সাল থেকে আজও অবধি অবদান রেখে যাচ্ছেন। তাছাড়া অতি সম্প্রতি ইউকে প্রবাসী ডোনারদের ও বর্তমান ইউকে কমিটির নতুন চেয়ারম্যান ও চানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপিরও অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন।
তারা সকলে ইউকে প্রবাসীদের ধন্যবাদ জানান, এরকম একটি মহত প্রজেক্ট বাস্তবায়নের জন্য ও এটি ভবিষ্যতে আরো চলমান রাখারও আহবান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ও বক্তব্য রাখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক বীর প্রতিক। বিশিষ্ট সমাজসেবী কমর উদ্দিন সারো মিয়া, হলান্ড প্রবাসী বিশিষ্ট বাবসায়ী খায়রুল আমিন বাবলার স্ত্রী সাংস্কৃতিক জগতের ও সিলেট বেতারের সংগীতশিল্পী মিসেস নিয়াজমিন চৌধুরী, আমেরিকা প্রবাসী সমাজসেবী বাবসায়ী সাব্বির আহমেদ সুজা, পারভীন আকতার বাবলি, জিয়াউদ্দিন আহমদ দিলার, জাহাঙ্গীর আহমদ টিপু, বাদল হাসান প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফিজ আলাউদ্দিন।
পরিশেষে বাংলা একাডেমি একুশে বই মেলায় প্রকাশিত একজন মিছবাহ জামাল ও তার মিডিয়া জীবনের উপর কবি আব্দুল মুকিত মুকতার এর লেখা বইটি সবাইকে দেন।—বিজ্ঞপ্তি