লন্ডন বাংলা স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিযোগিতা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ৪:২৮:৫২ অপরাহ্ন
লন্ডন বাংলা স্কুলের উদ্যোগে আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই প্রতিযোগিতায় বিলেতবাসী বাংলাদেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে বলে শিক্ষা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনোয়ার শাহজাহান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘শহিদ মিনার’ ও ‘বাংলা বর্ণমালা’ বিষয়ে ৬ থেকে ১০ বছর (ক গ্রুপ) এবং ১১ থেকে ১৫ বছরের (খ গ্রুপ) শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। পূর্ব লন্ডনের চিলড্রেন সেন্টারে (London Bangla School, Harkness House, 101 Christian Street, E1 1RX) অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে আগ্রহী, তাদের ১৫ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।
প্রতি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট এবং সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিস্তারিত জানতে হলে যোগাযোগ করুন- আনোয়ার শাহজাহান (চেয়ারম্যান, ফোন 07957 981636)।—বিজ্ঞপ্তি