এমপি হাবিবের বিজয়ে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের আনন্দসভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৪, ১১:৫৭:৩৫ অপরাহ্ন
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিবের বিজয়ে রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্টের পক্ষ থেকে গতকাল সোমবার রাতে নিউবারী পার্কের আপেল রিয়েল এষ্টেইটের অফিসে এক আনন্দসভা ও মিষ্টিমুখের আয়োজন করা হয়।
রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্টের প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ অহিদ উদ্দিনের সভাপতিত্ব ও জেনারেল সেক্রেটারি শাহিন চৌধুরীর পরিচালনায় এতে অনেক সদস্যের উপস্থিতিতে সবাইকে স্বাগত জানান ভাইস প্রেসিডেন্ট আফসর হোসেন এনাম, ভাইস প্রেসিডেন্ট ও নিউবারী পার্ক মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব হোসেন রুনু। বক্তারা এমপি হাবিবুর রহমান হাবিবের উওরত্তোর উন্নতি ও সফলতা কামনা করেন।
উল্লেখ্য, হাবিবুর রহমান হাবিব এমপি রেডব্রিজের বাসিন্দা ও এই ট্রাষ্টের একজন সম্মানিত উপদেষ্টা।
যারা উপস্থিত থেকে ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন তাদের মধ্যে প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল, মেম্বারশিপ সেক্রেটারী জয়নুল চৌধুরী, সোশ্যাল ও ওয়েলফেয়ার সেক্রেটারি আবু তারেক চৌধুরী, এডুকেশন সেক্রেটারি শাহিন আহমেদ এক্সিকিউটিভ মেম্বার ডা: সৈয়দ মাসুক আহমদ, আব্দুল ওয়াদুদ, এ এইচ ফারুক ভুইয়া,মোহাম্মদ হুমায়ুন কবির, আব্দুল কাইয়ুম, প্রাইড অব এশিয়ার ডিরেক্টর বিশিষ্ট বাবসায়ী ওয়াজিদ হাসান সেলিম (বিইএম) ও ইমাম মিকদাদ প্রমুখ।
সবাইকে মিষ্টিমুখ করানো হয় ও সিদ্ধান্ত গৃহীত হয় যে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব আগামীতে লন্ডন সফরের সময় রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্টের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে।-বিজ্ঞপ্তি