জিএসসি সাউথ রিজিওনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:০১:৪০ অপরাহ্ন
সুইন্ডন থেকে এম এ আউয়াল: ব্রিটেনে বাঙালিদের বৃহত্তম সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইন ইউকের সাউথ রিজিওনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর মঙ্গলবার গ্লোস্টার শহরের বাবুর্চি রেস্টুরেন্টে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সাউথ রিজিওনের সভাপতি আব্দুল গনি। জয়েন্ট সেক্রেটারি দারা মিয়া পলাশের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আব্দুস সালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাউথ রিজিওনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরজু মিয়া এমবিই।
আরো পড়ুন ➡️ বৃটেনে বাংলাদেশী কমিউনিটির সর্বোচ্চ স্বেচ্ছাসেবী হিসাবে স্বীকৃতি পেলেন আবুতাহের চৌধুরী
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আব্দুল গনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার এম এ আউয়াল, কমিঊনিটি নেতা আখলাকুর রহমান মাসুম, মুক্তিযোদ্ধা ফরিদ ঊদ্দিন, কাউন্সিলার শামসু জামান মিটু ও আজিজুল হক সহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে আরজু মিয়া এমবিই বলেন, নতুন প্রজন্মকে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ও ওয়েলফেয়ার কাউন্সিলের প্রতি আকৃষ্ট করতে হলে সঠিক ভাবে এর কার্যক্রম বোঝাতে হবে। এবং কমিউনিটি প্রোগ্রাম আরো বৃদ্ধি ও কার্যকর করা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে এম এ আউয়াল বলেন, গ্রেটার সিলেট কাউন্সিল সেবা ছড়িয়ে দিতে কমিউনিটি নেতৃবৃন্দের পাশাপাশি সকল সদস্যবৃন্দকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে স্থানীয় কাউন্সিলের সাথে সমন্বয় করে সকলকে কাজ করতে হবে।