লন্ডনে ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের উদ্যোগে সাঈদীর জন্যে দোয়া মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩, ১২:১৩:২১ অপরাহ্ন
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের উদ্দোগে লন্ডনে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ: জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট সোমবার সন্ধ্যা ৮টায় লন্ডনের হোয়াইটচ্যাপলের একটি অভিজাত রেস্টুরেন্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুরহান উদ্দীনের পরিচালনায়, উক্ত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট ওয়ালি উল্লাহ নুমান, ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরীর সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান শাফি, মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি ইমদাদুল হক, মাওলানা হাফেজ লিয়াকত আলী, মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন ফাইটফর রাইটস ইন্টারন্যাশনালের বিভিন্ন দায়িত্বশীল ও সদস্য বৃন্দ, দোয়া মাহফিলে আল্লামা সাঈদী রহ এর শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করা হয়। তাছাড়া তাঁর চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি গঠনের দাবি করা হয়। এছাড়া যুক্তরাজ্যে অবস্থানরত মানবাধিকার কর্মীদের সমন্বয়ে আল্লামা সাঈদী ফাউন্ডেশন নামে একটি সংগঠন ও হোয়াটসাপ গ্ৰুপ প্রতিষ্ঠা করা হয়, যাহা ইতিপূর্বে আল্লামা সাঈদী মুক্তি আন্দোলন নামে হোয়াটসাপ গ্ৰুপ ছিল। আল্লামা সাঈদীর ইন্তেকালে নতুন করে সংগঠনের নাম পরিবর্তন ও ইমদাদুল হককে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়।
সভাপতির বক্তব্যে আল্লামা দেলাওয়ার হোসাঈন সাঈদী সাহেবের সংক্ষিপ্ত জীবনকর্ম তুলে ধরেন সংগঠনের সভাপতি রায়হান উদ্দিন।—বিজ্ঞপ্তি