সিগারেটের ফিল্টার ক্যানসারের বড় উৎস
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ১০:৩৯:৩০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বিশেষজ্ঞরা বলছেন, সিগারেট উৎপাদন-বিক্রি বন্ধ হওয়া উচিত। এটি শুধু ধূমপায়ীর জন্যই ক্ষতিকর নয়, তামাকজাত বর্জ্য মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্যও মারাত্মক ঝুঁকির। মঙ্গলবার (৩১ মে) ছিল বিশ্ব তামাকমুক্ত দিবস। প্রতিবছরই ক্যালেন্ডার ধরে দিনটি আসে, চলেও যায়। দুনিয়াজুড়ে এর ক্ষতিকর দিক নিয়ে নানা আঙ্গিকে আলোচনা হয়। তারপর যেমন চলার, চলে তেমনই।
ক্যানসার শুধু জীবন কাড়ে তা নয়। আর্থিকভাবেও একটি পরিবারকে নিঃস্ব করে দেয়। ক্যানসার নানা কারণেই হয়। যার মধ্যে সিগারেট অন্যতম। তবে ক্যানসারের সবচেয়ে বড় উৎস সিগারেটের ফিল্টার। এছাড়া পরিবেশের জন্য বড় বিপর্যয়ের কারণ হয়েও দাঁড়াচ্ছে এই ফিল্টার।
চিকিৎসকরা বলছেন, সিগারেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা সচেতনতা আসছে। তবে এটি শুধু প্রকাশ্যে ধূমপান ও ব্যবহারের ক্ষেত্রে। কিন্তু এর উৎপাদন এবং ধূমপানের মাত্রা বাড়ছেই। বিক্রি কিংবা প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে আইন থাকলেও তামাকজাত বর্জ্য-সিগারেটের ফিল্টার নিয়ে কোনো আইন নেই।
পোড়া সিগারেটের ফিল্টারে প্রায় চার হাজার বিষাক্ত রাসায়নিক থাকে। যার মধ্যে ৬০ থেকে ৭০টি থেকে ক্যানসার হতে পারে। এতে থাকা ক্যাডমিয়াম, সিসা ইত্যাদিও স্বাস্থ্যের জন্য ভয়ানক ক্ষতিকর। এ ফিল্টার ফেলা কিংবা ধ্বংস করে দেওয়ার ক্ষেত্রে কোথাও কারও বিন্দুমাত্র সচেতনতাও নেই। ফেলে দেয়া ফিল্টার থেকে প্রাণী ও জলজ প্রাণীরও ক্ষতি হচ্ছে।
ভারতের ‘ভয়েজ অব টোব্যাকো ভিকটিমস’ নামের সংগঠনের গবেষণা থেকে জানা যায়, শুধু ভারত নয়, সারা বিশ্বেই ব্যাপক আকার নিয়েছে এ সমস্যা। বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলোতে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। সংগঠনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রতিবেদনের বরাত দিয়ে জানায়, ভারতের রাস্তাঘাট থেকে শুরু করে নদীনালায় যে পরিমাণ বর্জ্য ফেলা হয় তার বড় অংশই তামাকজাত। মূলত পোড়া বিড়ি এবং সিগারেটের ফিল্টার।