নিদনপুর ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে-র খাবার বিরতণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৩, ১০:১৫:৩২ অপরাহ্ন
প্রতি বছরের মত এবারও নিদনপুর ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের পক্ষ থেকে ধর্ম, বর্ণ নির্বিশেষে পৌরসভাধীন বৃহত্তর নিদনপুর, সুপাতলা ও মুল্লাপুর গ্রামের হতদরিদ্র মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাবার যেমন চাল, ডাল, ছোলা, তৈল, চিনিসহ অন্যান্য খাবারের জিনিস বিতরণ করা হয়।
গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাজমূল হোসেন নানু, জিয়ন উদ্দিন, মনির আলী, আবদুল আহাদ, রিয়াজ ঊদ্দিন, হারুন উদ্দিন, কয়েছ উদ্দিন, ছায়াদ উদ্দিন, শহিদুল ইসলাম সুহেল, আবদুল হাকিম, আলিম উদ্দিন, বলাই প্রমুখ।
রমজান মাসের এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের সভাপতি মোঃ আবুল হুসেন, সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মুজাহিদ ও ট্রেজারার জামাল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় খাদ্যসামগ্রী বিতরণ উপ-কমিটির সম্মানিত সদস্য উপদেষ্টা শফিক আলী, আজিজুর রহমান জয়নাল, সিনিয়র সদস্য মিজানুর রহমান দুলন, বেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে।-বিজ্ঞপ্তি