নন্দিরগাঁও মানাউরা ছাত্র যুব পরিষদের কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ১০:৩৩:৩৭ অপরাহ্ন
এক ঝাঁক শিক্ষিত তরুণ উদীয়মানদের নেতৃত্বে শিক্ষা-ঐক্য- উন্নয়নের স্লোগানে প্রতিষ্ঠিত নন্দিরগাঁও মানাউরা ছাত্র ও যুব পরিষদ, গোয়াইনঘাট, সিলেটের উদ্যোগে নন্দিরগাঁও- মানাউরা গ্রামের এসএসসি/এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২২ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়।
৯ মার্চ বৃহস্পতিবার বিকালে নন্দিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পরিষদের সভাপতিকে এম শাহিন আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তিবিয়ান মাহবুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.কামরুল হাসান আমিরুল।
অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন রেদওয়ানুল হক। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন অত্র পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ।
এসময় নন্দিরগাঁও -মানাউরা গ্রামের এসএসসি/এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩৯ জন শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও নন্দিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুর রহমান ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুন নুরকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুর রহমান বলেন ‘শিক্ষার্থীদের ভালোবাসায় আমি সিক্ত। শিক্ষার্থীরা যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছে তা অবিস্মরণীয়।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল বলেন-
‘নিজের মধ্যে দেশপ্রেম থাকলে দেশের বাইরে থাকলেও দেশের জন্য নিবেদিত হয়ে দায়িত্ব পালন করা যায়। দেশ যদি উন্নত হয়, সমৃদ্ধ হয় তাহলে তোমাদের সাফল্য, মা-বাবার কষ্ট সফল হবে। তোমরা ভালো রেজাল্ট করে মা-বাবার মুখ যেমন উজ্জ্বল করেছ, তেমনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও তোমাদের সচেষ্ট থাকতে হবে
তোমাদের জীবনে ব্যর্থতা আসতে পারে। সব কাজে সফলতা আসবে এমন নয়। এজন্য দমে যাওয়ার কোন সুযোগ নেই। সবার মাঝে অমিত সম্ভাবনা রয়েছে। নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।
বক্তব্য রাখেন সৈয়দ নাসির উদ্দীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ ফয়েজ উদ্দিন, নন্দিরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বদর, সাবেক ছাত্রলীগ নেতা সুহেল আহমদ, অত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপিরসহ সভাপতি এম বশির আহমদ, নন্দিরগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিছবাহ আহমদ, নন্দিরগাঁও ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের সভাপতি আইয়ুব আলী, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোক্তার আলী, বর্তমান মেম্বার আজির উদ্দিন, উমর আলী, তীর্থরঞ্জন সরকার, মুরব্বি ইশাদ আলীসহ প্রমুখ।
পরিশেষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের অনিঃশেষ শুভ কামনা জানিয়ে ও এলাকাবাসীসহ সকলের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি কে এম শাহিন আহমদ।