গোলাপগঞ্জ: শরিফগঞ্জে বিবিসিজিএইচ-র বিনামূল্যে চিকিৎসাসেবা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৭:২৫ অপরাহ্ন
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (বিবিসিজিএইচ) কর্তৃক গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের শরিফগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১১ ফেব্রুয়ারি, শনিবার বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ এবং বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী মতিউর রহমান মতিন, আব্দুল মজিদ ও ব্যারিস্টার এনামুল হক’র সৌজন্যে সারাদিনব্যাপী পরিচালিত উক্ত চিকিৎসাসেবা ক্যাম্পে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক কর্তৃক প্রায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে সাধারণ চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়াও উক্ত ক্যাম্পে বিবাহিতা ৩০-৬০ বছর বয়সী প্রায় দুই শতাধিক মহিলাকে বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং সেবা দেওয়া হয় এবং প্রায় চার শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
এ সময় বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় সমাজসেবক কামাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিজিএইচ-এর সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন, শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম কবির উদ্দিন, শরিফগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মুছব্বির ও আব্দুল মুমিত হিরা, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার এনামুল হক, এম টি আই-এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোহাম্মদ মনিরুল ইসলাম খান, বিশিষ্ট সমাজ সেবক মাহমুদুর রহমান খান হিনু, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সভাপতি জাকির হোসেন খান, মাহফুজ মারজান সহ স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত বক্তাগণ বিবিসিজিএইচ কর্তৃক প্রত্যন্ত এলাকায় অত্যন্ত সুশৃংখলভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প আয়োজন করায় হাসপাতালের প্রশংসা করেন এবং প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের মহৎ উদ্যোগের জন্য দাতাগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আগত সেবাপ্রার্থীগণ পল্লী এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে ক্যাম্পের আয়োজক ও উদ্যোক্তাগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প চলমান রাখার দাবি জানান।-বিজ্ঞপ্তি