আল আকসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাগড়ি প্রদান সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১:৪৩:০৯ অপরাহ্ন
দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের আল আকসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৪ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানে এডভোকেট সুলতানুজ্জামানের সভাপতিত্বে ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মো: মাজহারুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহফিজুল কোরআন শিক্ষা বোর্ডের সচিব কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম, হাফিজ মাওলানা মিফতা উদ্দিন।
মাদ্রাসার ছাত্র এহসানুল ইসলামের কোরআন তেলাওয়াত ও হাফিজ আব্দুল্লাহ আল মামুনের ইসলামি সংগীতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডা. মালেকা বেগমের পক্ষে বাণি পাঠ করেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক, লন্ডন এডুকেশন ট্রাস্ট এর চেয়ারম্যান মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল। আরও বক্তব্য রাখেন তাফফিজুল কোরআন শিক্ষা বোর্ডের সহকারী সচিব হাফিজ মাওলানা মাহমুদুর রহমান জালালাবাদী, সিলেট আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ এইচ এম সুলেমান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, মোঘলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা।
বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সাহান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ওয়েছ আহমদ, আলবাব হোসেন, মাস্টার হেলাল আহমদ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অভিবাবক সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার পংকি মিয়া, হাফিজ আলামিন আহমদ, হাফিজ নাজমুল ইসলাম রাহাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডা. মালেকা বেগম, ভাইস প্রেসিডেন্ট জুবের আহমদ, রুহুল সিদ্দিকী জাকির, সাহান আহমদ, মাস্টার মঈন, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা ফয়জুল করিম।
অনুষ্ঠানে ১৯ জন হাফিজ শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে দেন প্রধান অতিথি তাহফিজুল কোরআন শিক্ষা বোর্ডের সচিব কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম, হাফিজ মাওলানা মিফতা উদ্দিন।-বিজ্ঞপ্তি