বেঙ্গলি ফটো আর্কাইভ প্রকল্প চালু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২২, ১০:২২:৩৪ অপরাহ্ন
‘বেঙ্গলি ফটোগ্রাফি আর্কাইভ’ পূর্বলন্ডন এলাকার অতীত এবং বর্তমানের বাঙালি সম্প্রদায়ের জীবনযাত্রার চিত্রগুলির একটি নতুন সংগ্রহ শুরু করেছে । অকপটে তোলা ছবি থেকে শুরু করে ষ্টুডিওতে তোলা পারিবারিক ছবি পর্যন্ত আর্কাইভটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস উঠে আসবে যারা এখানে বসবাস করেন বা প্রত্যক্ষ করেছেন তাদের দৃষ্টিকোণ থেকে।
১অক্টোবরে অনুষ্টিত ফোর কর্নার্স এর অনুষ্টানে বক্তব্য রাখেন ফোর কর্নার্স এর পরিচালক কার্লা মিচেল ও স্বাধীনতা ট্রাস্টের ব্যবস্থাপক আনসার আহমেদ উল্লাহ। আরও বক্তব্য রাখেন কাউন্সিলর মাইশা বেগম। উপস্থিত ছিলেন বর্ণবাদ বিরোধী সংগঠক রাজনউদ্দিন জালাল, টেরি ফিটজপ্যাট্রিক, ক্লেয়ার মারফি, শোভা মতিন, কাউন্সিলর জ্যোত্স্না ইসলাম, কুইন মেরি ইউনিভার্সিটি প্রফেসর এলেস্টার ওয়েন্স, সবনা বেগম ও স্বাধীনতা ট্রাস্টের সভাপতি জুলি বেগম সহ আরও অনেকে।
কার্লা মিচেল বলেন, ‘আমরা স্বেচ্ছাসেবকদের আমন্ত্রণ জানাচ্ছি, বাঙালি সম্প্রদায়ের দৈনন্দিন জীবনের গল্পের সংরক্ষণাগারে আমাদের সাথে যোগদান করতে।
তাছাড়াও,’ফটোগ্রাফগুলি টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরি এবং আর্কাইভে জমা করা হবে এবং মানুষের স্মৃতির অডিও এবং চিত্রায়িত রেকর্ডিংয়ের পাশাপাশি অনলাইনে রাখা হবে। ‘ফোর কর্নারস এবং স্বাধীনতা ট্রাস্টের প্রকল্পটি ২০২৩ সালের গ্রীষ্ম পর্যন্ত চলবে।
আরো জানতে হলে যোগযোগ করেন www.fourcornersfilm.co.uk//whats-on/bengali-photography-archive