রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস শাখার ধন্যবাদ পার্টি অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২২, ৩:০৭:৫২ অপরাহ্ন
রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস শাখার উদ্যোগে সাউথ উডফোর্ডে দলের সাবেক কাউন্সিলর প্রার্থী, সদস্য ও সমর্থকদের সম্মানে একটি ধন্যবাদ পার্টির আয়োজন করা হয়েছিল রবিবার সন্ধ্যায়।
সাউথ উডফোর্ডের ক্যারাভ্যান রোডে হিদারস-এর বাসভবনে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই পার্টি অনুষ্ঠিত হয়। ।
ধন্যবাদ পার্টিতে বক্তৃতা করেন রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস শাখার চেয়ার পারসন গুইনেথ ডিকিনস, ভাইস চেয়ার মার্টিন রোজনার, সেক্রেটারি ক্রিস্পিন অ্যাক্টন, কোষাধ্যক্ষ ইয়ান মরলে, ডাইভারসিটি অফিসার ক্যাথি ডেভিস, হেদার লিডল, নির্বাহী কমিটির সদস্য ও চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী সাবেক কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন, অ্যাশবার্ন হোল্ডার, অ্যালান থমাস, রোজ থমাস, মার্ক অ্যাশফিল্ড, স্যু রোজনার, ডেভিড ব্রুক, অ্যালান লিডল প্রমুখ।
এ ছাড়া ধন্যবাদ পার্টিতে স্পেকট্রাম বাংলা রেডিও ও অনলাইন টিভির পরিচালক লন্ডনের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিছবাহ জামালকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি লিবডেমের স্থানীয় শাখার নেতাদের ধন্যবাদ জানান এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখযোগ্য যে, এই ধন্যবাদ পর্টিতে পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী অনেকে উপস্থিত হতে পারেননি। তবে তারা কৃতজ্ঞতার সঙ্গে ক্ষমাপ্রার্থনা করে বার্তা পাঠিয়েছেন। লিবডেমের স্থানীয় নেতারা এ সব সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি