আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে বিকল্পধারা ও লিবডেম নেতা অহিদ উদ্দিনের শোক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২২, ২:৫৫:১২ অপরাহ্ন
প্রখ্যাত সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে বিকল্পধারা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, যুক্তরাজ্য শাখার সভাপতি এবং রেডব্রিজ কাউন্সিলের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী সাবেক কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য যে, প্রখ্যাত সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী বৃহস্পতিবার লন্ডন সময় সকাল ৬-৪৯ মিনিটে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুর খবর জেনে যুক্তরাজ্যের বিকল্পধারা ও লিবডেম নেতা মোহাম্মদ অহিদ উদ্দিন গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। গণমাধ্যমে প্রেরিত এক শোকবাণীতে তিনি বলেন, অমর একুশের কালজয়ী গানের শ্রষ্টা আবদুল গাফফার চৌধুরীর ক্ষুরধার লেখনী স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালি জাতি ও মুক্তিযোদ্ধাদের শক্তি ও সাহস যুগিয়েছিল। এই সাহসী ও আপসহীন সাংবাদিকের অবদান বাংলাদেশ ও ব্রিটেনের বাংলা ভাষাভাষী মানুষ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
অহিদ উদ্দিন আবদুল গাফফার চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে বলেন, আল্লাহ তাঁর পরিবারের সদস্যদের এই শোক ও বেদনা সইবার শক্তি প্রদান করুন। বিজ্ঞপ্তি