লন্ডন : লিবডেম কাউন্সিলর প্রার্থী অহিদ উদ্দিনের নববর্ষের শুভেচ্ছা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২২, ১০:২২:৫১ অপরাহ্ন
লন্ডন অফিস : রেডব্রিজ কাউন্সিলের চার্চফিল্ড ওয়ার্ডে লিবারেল ডেমোক্রেটস-এর প্রথম ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে রেডব্রিজসহ যুক্তরাজ্য ও পৃথিবীব্যাপী সকল বাংলাভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
লিবারেল ডেমোক্রেটস-এর কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন গণমাধ্যমে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলা নববর্ষ ১৪২৯ সনকে স্বাগত জানাতে বিশ্বব্যাপী বাংলাভাষাভাষী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আমি বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে বাংলাভাষাভাষী সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
মোহাম্মদ উদ্দিন শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলা নববর্ষ-১৪২৯ বাংলাদেশসহ বিশ্বব্যাপী সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনুক এই কামনা করছি।