দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২২, ২:৪৫:০৮ অপরাহ্ন
লন্ডন অফিস : দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ২৯ মার্চ পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে।
সংগঠনটির সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, সুইন্ডন কাউন্সিলের সাবেক মেয়র এবং পুলিশের চেয়ার কাউন্সিলর জুনাব আলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ শাহ শামীম আহমদ। ধর্ম সম্পাদক গাজী বকুল মিয়ার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজির বাজার ওয়েল ফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, জেএমজি ইয়ার কার্গোর এমডি মনির আহমদ, জয়তুন ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুল মজিদ লাল মিয়া, দয়ামীর ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি হাজী তহুর আলী।
সভায় আরও বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জাহাঙ্গীর হোসেন, এম ইলিয়াছ আলী, কাজী মাছুম, এ এম ফারহান সাদিক প্রমুখ।