ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের সভায় মুক্তিযুদ্ধের সংগঠকদের আরও ৫০জনের তালিকা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২২, ১২:০৫:৫৬ অপরাহ্ন
লন্ডন অফিস : ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের কার্যকরি কমিটির আন্তর্জাতিক এক ভারচুয়েল সভা অনুষ্ঠিত হয় গত ২৭ ফেব্রুয়ারি শনিবার।
আগামী ২৯ মার্চ হাউজ অব কমন্সে অনুষ্ঠিতব্য মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্বর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ড: হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে ও ডাইরেক্টর জেনারেল আ ম ওহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন- মাহিদুর রহমান, মাহতাব মিয়া, সৈয়দ নাদির আজিজ দারাজ, আনোয়ারুল কবির, হাসান মাহমুদ, মাহবুব আলী শাহ, সাংবাদিক শামসুল আলম লিটন, এম এ লতিফ জেপি, অধ্যাপক আব্দুল কাদের সালেহ, কে এম আবুতাহের চৌধুরী, ডা: নুরুল আলম, হাসান আলী, কিং ফয়সল, সাদিকুর রহমান প্রমুখ।
সভায় আলেচনাক্রমে ১৯৭১ সালে বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের আরও ৫০ জন সংগঠকদের তালিকা চুড়ান্ত করা হয়। এছাড়া আগামী সভাকে সফল করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
সভায় রাশিয়া-ইউক্রেনের ভয়াবহ যুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে তা অবিলম্বে বন্ধের দাবী জানানো হয় এবং পোলাণ্ডে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের ভূমিকার প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।