সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিবডেম ও বিকল্পধারা নেতা অহিদ উদ্দিন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২:২১:৩০ অপরাহ্ন
যুক্তরাজ্যের লিবডেম ও বিকল্পধারার নেতা রেডব্রিজ কাউন্সিলের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন বাংলা গানের কিংবদন্তি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, সন্ধ্যার মৃত্যু ভারতীয় উপমহাদেশের বাংলা সংগীতের আকাশ থেকে ধ্রুবতারার পতন।
মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক শোকবাণীতে মোহাম্মদ অহিদ উদ্দিন বলেন, জনপ্রিয় কণ্ঠশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু ভারতীয় উপমহাদেশের বাংলা সংগীতের আকাশ থেকে ধ্রুবতারার পতন। তাঁর মৃত্যুতে ভারতীয় উপমহাদেশসহ বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীরা বাংলা গানের কিংবদন্তিকে হারালো।
লিবডেম ও বিকল্পধারার নেতা অহিদ উদ্দিন শোকবাণীতে আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সন্ধ্যা মুখোপাধ্যায় অসামান্য অবদান রেখেছেন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাওয়ার পাশাপাশি বিশ্ব জনমত তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অহিদ উদ্দিন সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিদেহী আত্মার শান্তি কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।