জাতির পিতার সমাধিতে যুক্তরাজ্য যুবলীগ নেতা জামাল খানের শ্রদ্ধা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ৪:৫৫:৩৭ অপরাহ্ন
সংবাদদাতা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামাল খান।
আজ বুধবার (০৯ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জের ঐতিহাসিক টুঙ্গিপাড়ায় জাতির পিতার কবরে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন- লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী সেলিম, যুক্তরাজ্য যুবলীগের প্রচার সম্পাদক মো. আয়াজ, দয়ামীর ইউপি যুবলীগের সভাপতি জাহির আহমদ মোহন, গোপালগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানজিদ হাসান কাজল, খুলনা যুবলীগ নেতা হাবীব আহমদ, মো. খোকন কাজী, রুকন কাজী প্রমুখ।