জিএসসি সাউথ ইস্ট রিজিওনের নির্বাচন ২৭ ফেব্রুয়ারি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২২, ৫:১১:২২ অপরাহ্ন
লণ্ডন অফিস : গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সাউথ ইস্ট রিজওনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি রোববার দ্য অট্রিয়াম লণ্ডনের 124 cheshire street, London E2 6EJ-তে সকাল ১১ থেকে রাত ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা কার্যকরী পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা আগামী ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার সন্ধ্যা ৮টার মধ্যে মনোনয়নপত্র ফিসহ সংগঠনের কেন্দ্রীয় অফিসে জমা দিতে হবে। নির্ধারিত মনোনয়নপত্র ফিস- চেয়ারপার্সন ৭০০ পাউন্ড, সেক্রেটারি ৬০০ পাউন্ড, ট্রেজারার ৫০০ পাউন্ড ও সদস্য ১০০ পাউন্ড।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৮টা পর্যন্ত।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠিতব্য নির্বাচনে নির্বাচন কমিশনারবৃন্দ হলেন, প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলর সদুরুজ্জামান খান, নির্বাচন কমিশনার ব্যারিস্টার মো: আবুল কালাম, নির্বাচন কমিশনার মোঃ পারভেজ সাজ্জাদ কোরেশি।
বিজ্ঞপ্তিতে সংগঠনটির সকল সদস্যকে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ভোট দেওয়ার জন্যে জিএসসি মেম্বারশিপ কার্ড অথবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সসহ ঠিকানার প্রমণপত্র সঙ্গে আনতে হবে। এছাড়া বিজিএম-এ সকলকে কোভিড-১৯ এর নিয়মাবলী মানার অনুরোধ জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রেরণ করেছেন চেয়ারপার্সন ইসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী, ট্রেজারার সুফি সোহেল আহমেদ।