‘করোনা আতঙ্ক দেশে দেশে’ গ্রন্থের প্রকাশনা উৎসব আজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২২, ৭:০৫:২০ অপরাহ্ন
লণ্ডন অফিস : আজ (৪ জানুয়ারি মঙ্গলবার) সন্ধ্যা ৭ টায় লন্ডন প্রেসক্লাব অফিসে লেখক, সাংবাদিক আনোয়ার শাহজাহানের করোনা আতঙ্ক দেশে দেশে গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। এটির আয়োজন করছে দর্পণ মিডিয়া সার্ভিসেস ইউকে।
করোনাকালীন বিশ্ব সংকট, করোনার বিরুদ্ধে মানুষের সংগ্রাম এবং লেখকের বাস্তব অভিজ্ঞতা নিয়ে প্রকাশিত হয়েছে – ‘করোনা আতঙ্ক দেশে দেশে’। বইটি প্রকাশিত হয়েছে পাণ্ডুলিপি প্রকাশন হতে।
করোনা আতঙ্ক দেশে দেশে গ্রন্থের লেখক আনোয়ার শাহজাহানের জন্ম সিলেটে। লেখালেখির পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশার সাথেও যুক্ত। তিনি এমন একজন মানুষ, যিনি কাজের সব ক্ষেত্রে সব সময় রেখেছেন মেধার স্বাক্ষর। লেখালেখি, সাংবাদিকতা, প্রশাসনিক, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নিজ নৈপুণ্যের অপূর্ব স্মারক তাঁর বর্ণাঢ্য জীবন। ১৯৯৫ সাল থেকে তিনি লন্ডনে বসবাস করছেন।
আনোয়ার শাহজাহান একজন সাহসী ও দৃঢ়প্রত্যয়ী লেখক। তাঁর প্রকাশিত ১০টি গ্রন্থের মধ্যে একটি হচ্ছে ‘গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য’। ১৯৯৬ সালে বইটি প্রথম প্রকাশিত হলেও এটিই ছিল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রথম লিখিত ইতিহাসগ্রন্থ। এ ছাড়া স্বাধীনতাযুদ্ধে রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জীবনবৃত্তান্ত এবং মুক্তিযুদ্ধে তাঁদের বীরত্বগাথা নিয়ে ২০১৬ ও ২০১৭ সালে ৭৫৬ পৃষ্ঠায় দুই খণ্ডে প্রকাশিত হয়েছে ‘স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা’ গ্রন্থটি। তাঁর লেখা উল্লেখযোগ্য এ দুই গ্রন্থ ইতিহাসের অংশ হয়ে আছে।
আনোয়ার শাহজাহান ১৯৯১ সালে ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক খবর’ পত্রিকায় গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৪ সালে গোলাপগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠাকালে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে তিনি গোলাপগঞ্জ প্রেসক্লাবের জন্য নিজস্ব অর্থায়নে জমি কিনে সেখানে একটি ভবনও তৈরি করে দেন। ১৯৯৫ সালে আনোয়ার শাহজাহান লন্ডনে আসার পর প্রথমে ‘পাক্ষিক প্রবাস’ পত্রিকায় কাজ করেন। পরে ১৯৯৭ সালে ‘মাসিক লন্ডন বিচিত্রা’ প্রকাশ করে তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেন। এটি ২০০০ সাল অবধি নিয়মিতভাবে প্রকাশিত হয়। ২০১০ সাল থেকে এখনো তিনি ‘আমাদের প্রতিদিন ডটকম’ অনলাইন পোর্টালের সম্পাদকের দায়িত্ব পালন করছেন।