ফেঞ্চুগঞ্জে ক্যান্সারে প্রয়াত মনাই মিয়ার পরিবারকে ৪ লক্ষ টাকা প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২১, ৩:৪৪:২১ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ক্যান্সার রোগে প্রয়াত মনাই মিয়ার পরিবারকে ৪ লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। দেশী এবং বিদেশী অর্থায়নে এ সহযোগিতা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অর্থ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে হিসাবে বক্তব্য রাখেন কাসিম আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের এমডি কাপ্তান হোসেন, ফেঞ্চুগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রাক্তন প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমেদ রাজা, বিশিষ্ট সমাজ সেবক অর্থ সংগ্রহের বাংলাদেশের সমন্বয়ক আলী হাসান শাহীন, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মাখন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুজ্জামান।
বিশিষ্ট সমাজকর্মী শাহিল আহমেদের পরিচালনায় এবং শিক্ষক নাজিম উদ্দীনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরুতেই বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহসম্পাদক তাজুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সাংবাদিক দিলওয়ার হোসেন পাপ্পু, শিক্ষক আজিজুর রহমান মুক্তা, হ্রদয়ে ফেঞ্চুগঞ্জ অনলাইন গ্রপের সাইদুজ্জামান, জুবের আহমেদ মেম্বার।
উল্লেখ্য, হ্রদয়ে ফেঞ্চুগঞ্জ অনলাইন গ্রুপের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এ অনুদানের অর্থ সংগ্রহে অগ্রণী ভুমিকা পালন করেছেন।
এ ছাড়া ফেঞ্চুগঞ্জ ছত্রিশ অনলাইন গ্রুপের পক্ষ থেকে ১ লক্ষ টাকা ক্যান্সার রোগীর পরিবারকে অনুদান দেওয়া হয়।