বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নির্বাচন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২১, ১১:৪৭:২৭ অপরাহ্ন
সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক গোলজার খান, কোষাধ্যক্ষ মদরিছ আলী
অনুপম ডেস্ক : বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নির্বাচন সম্পন্ন হয়েছে গত সোমবার ১ নভেম্বর। এতে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিশিষ্ট সংগঠক, কমিউনিটি নেতা আলহাজ্ব মানিক। এছাড়া আর কোন প্রার্থী না থাকায় আগেই সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক সম্পাদক গোলজার খান ও কোষাধ্যক্ষ মদরিছ আলী মফজ্জুল।
আনন্দঘন পরিবেশে সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন অনুষ্ঠানে ভোট দিতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে সদস্যরা ছুটে আসেন লন্ডনের ব্রিক লেনের মসলা রেস্টুরেন্টে।
নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন কাউন্সিলার সিরাজুল ইসলাম, কাউন্সিলার কবি শাহ সোহেল আমিন ও সংগঠনের ট্রাস্টি শেখ তাহির উল্লাহ। সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনাররা। ফলাফল ঘোষণার পূর্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী। তিনি নির্বাচিতদের আগামীতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।- বিজ্ঞপ্তি