জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার নতুন কমিটির অভিষেক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২১, ১১:১১:১৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র প্রতিনিধি : জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার নতুন কার্যকরী কমিটির (২০২১-২০২৩) অভিষেক জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ৩১ অক্টোবর রোববার সন্ধ্যায়।এতে ক্যালিফোর্নিয়া জালালাবাদ কমিউনিটির বিপুল সংখ্যক মানুষসহ বিভিন্ন কমিউনিটির প্রচুর মানুষের সমাগম হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লস এঞ্জেলসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল তারেক মোহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিসি গ্রুপের চেয়ারম্যান ডাক্তার কালী প্রদীপ চৌধুরী ও এলএইচসিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোয়াজ্জেম হুসেন চৌধুরী। অভিষেক অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান এমপি ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী এবং যুগ্ম সচিব মো: ফরহাদ সিদ্দিক। অভিষেক অনুষ্ঠানে ‘সুরমা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। এতে সংগীত পরিবেশন করেন মোজা।
নবগঠিত কমিটির সদস্যবৃন্দ হলেন: সভাপতি আবুল হাসনাত রায়হান, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম, সহ সভাপতি লায়েক আহমেদ, সহসভাপতি জহির উদ্দীন সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দীন জেবুল, যুগ্ম সম্পাদক মুশফিক চৌধুরী সুহিন, অর্থ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এবাদ রহমান, সহসাংগঠনিক সম্পাদক মোশারফ হুসেন ইমন, ক্রীড়া সম্পাদক মাইনুল হক, সহক্রীড়া সম্পাদক মো: সারোয়ার খান, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সুমি ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামসুন খান মনি, সহসংস্কৃতি বিষয়ক সম্পাদক মিজানুর জামশেদ, যুব বিষয়ক সম্পাদক সুমেন আহমেদ, সহযুব বিষয়ক সম্পাদক আমাজ চৌধুরী। সদস্যবৃন্দ হলেন, আসাদুজ্জামান বাচ্চু, মাতাব আহমেদ, বদরুল আলম চৌধুরী শিপলু, নজরুল আলম, ফয়জু সোবহান, বদরুল আলম মাসুদ।