প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এ বছর হচ্ছে না
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২১, ১২:২২:৪৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে অধীর অপেক্ষায় চাকরিপ্রার্থীরা। তবে সংশ্লিষ্ট সূত্রের খবর বলছে, এ বছর এই পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই বেশি!
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে কয়টি সূত্রের সঙ্গে কথা বলা গেছে, তারা সবাই বলেছেন এ বছরে নিয়োগ পরীক্ষাটি হচ্ছে না। করোনা মহামারির বড় বন্ধের পর নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় নিয়োগ পরীক্ষায় মনোযোগ দেওয়া যাচ্ছে না। তবে আগামী বছরের শুরুতেই পরীক্ষাটি নেওয়ার পরিকল্পনা করছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানাচ্ছে, নিয়োগ পরীক্ষার জন্য ইতোমধ্যেই চাকরি প্রত্যাশীদের কাছ থেকে আবেদন নিয়েছে তারা। পরীক্ষার জন্য প্রস্তুতিও ছিল তাদের। তবে আপাতত দেড় বছর পর বিদ্যালয়ে ফিরে আসা শিক্ষার্থীদের নিয়েই পরিকল্পনা সাজাতে হচ্ছে।
মন্ত্রণালয় আরও বলেছে, এ বছরের মধ্যেই সব শ্রেণিতে সিলেবাস শেষ করা প্রথম লক্ষ্য। শ্রেণি পরীক্ষাও নিতে হবে। এরপর আয়োজন করা হবে নিয়োগ পরীক্ষা। এসব কারণেই কিছুটা সময় নিতে চাচ্ছে তারা।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, সবকিছু খুলে দেওয়ার পর নিয়োগ পরীক্ষাও শুরু হয়েছে পুরোদমে। শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটি আটকে আছে, আমি সেটিও নিয়ে নিতে চাই।
তিনি বলেন, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হলে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার আয়োজন করা হবে। সে ক্ষেত্রে পরীক্ষাটা আয়োজন করতে জানুয়ারি মাস লেগে যেতে পারে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে। এমনকি এই পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরি এবং ওএমআর তৈরির কাজও শেষ প্রায়। নিয়োগ পেতে এখনও পর্যন্ত ১৩ লাখের কিছু বেশি প্রার্থী আবেদন পেয়েছে তারা।
প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) বলছে, সামনে তাদের সবচেয়ে বড় লক্ষ্য এই শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন।
ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, চাকরি প্রত্যাশীরা নিয়োগের জন্য অপেক্ষা করছেন। করোনা মহামারির কারণে দীর্ঘ সময় চলে গেছে, কিন্তু নিয়োগ পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। তাদেরকে আমরা আর অপেক্ষা করাতে চাই না। পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করে জানুয়ারিতেই পরীক্ষা নিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, পরীক্ষাটি আয়োজনের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, এই পরীক্ষার মাধ্যমে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেবে সরকার। প্রাক-প্রাথমিক পর্যায়ে নিয়োগ পাবেন ২৫ হাজার ৬৩০ জন। বাকিরা নিয়োগ পাবে প্রাথমিকে।