এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ, সর্বোচ্চ ফি ২৭৮৫ টাকা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১:৫৭:০২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ আগামী ২ মার্চ শুরু হয়ে চলবে ১০ মার্চ পর্যন্ত।
তবে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ১২ থেকে ১৭ মার্চ পর্যন্ত ফরম পূরণ করা যাবে। এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—সব বিভাগেই ফি বাড়ানো হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গত বুধবার এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে সই করেছেন।
গতকাল শনিবার তা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আগামী ২৬ জুন এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার (টেস্ট পরীক্ষা) ফলাফল প্রকাশ করতে হবে। এরপর ফরম পূরণে শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে।
এইচএসসি পরীক্ষায় এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে ২ হাজার ৭৮৫ টাকা। একইভাবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবার ফি ২ হাজার ২২৫ টাকা। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে ১৪০ টাকা বেশি দিতে হবে।