এম,সি এবং সরকারী কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ‘লণ্ডন রোড শো’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৮:২৩ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি : সিলেটের ঐতিহ্যবাহী এম,সি এবং সরকারী কলেজের পুনর্মিলনী উপলক্ষে লণ্ডনের মাক্রো বিজনেস সেণ্টারে রোড শো অনুষ্ঠিত হয় ।
এতে সভাপতিত্ব করেন পুনর্মিলনী কমিটির আহবায়ক এম,এ মুনিম । সদস্য সচিব বাতিরুল হক সরদারের পরিচালনায় সভায় আরও উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ইকবাল হোসেন (সাবেক ভিপি), মেহেরুল ইসলাম, জামাল উদ্দীন আহমেদ, আব্দুর রাজ্জাক, সয়ফুল আলম, শাহ নূর খান, মোহাম্মদ শাহজাহান, শাহ শওকত আলী, আব্দুল কাদির, মুসলেহ উদ্দীন আহমেদ, সৈয়দ জহুরুল হক,শাহ আব্দুল মালিক, রবীউল ইসলাম চৌধুরী, ওয়াদুদ আনসারী, নজমূল ইসলাম, আমিনূল হক, মোহাম্মদ শওকত, নওশেদ নূর, এম শাহজাহান, সামছুল আলম চৌধুরী, ফজলুল হক, এম এ কালাম, এ মুকিত খোকন, আব্দুল মালিক খোকন, আব্দুর রব, আলতাফ হোসেন, হিপুর রহমান, আনজুম আলম, বদরুল ইসলাম, আহমেদ হোসেন, আব্দুল করিম, মোহাম্মদ কিবরিয়া, আবু জাফর, এম, রহমান, মোহাম্মদ কামরুজ্জামান, সৈয়দ শাহজাহান সাজু, আব্দুল্লাহ্ আল মুনিম, সাদ চৌধুরী, শাহাব উদ্দীন প্রমূখ ।
সভায় আগামী ২৯ নভেম্বর পুনর্মিলনীর জন্য পূর্ব লণ্ডনের রয়েল রিজেন্সী ধার্য্য করা হয়েছে তা অবহিত করা হয় । ম্যাগাজিন কমিটির পক্ষ থেকে কতখানি অগ্রগতি হয়েছে তা জানানো হয়। তাছাড়া এতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। রেজিষ্ট্রেশনের সময়সীমা জানিয়ে দেওয়া হয়। রেজিষ্ট্রেশনের শেষ তারিখ আগামী ২০ অক্টোবর ২০২১।
সভায় লণ্ডনের বিভিন্ন শহর থেকে যারা এসেছিলেন তাদেরকে ধন্যবাদ দেওয়া হয় এবং যারা এখনও রেজিষ্ট্রেশন ফরম পূরণ করেননি তাদেরকে অনতিবিলম্বে পূরণ করার জন্য আহবান জানানো হয় ।