হবিগঞ্জ সোসাইটি ইউকে কর্তৃক স্কটিশ এমপি ফয়সল চৌধুরী এমবিই-কে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১:০০:০৩ অপরাহ্ন
এ রহমান অলি, লণ্ডন : হবিগঞ্জ সোসাইটি ইউকে কর্তৃক বার্মিংহাম এমটি ক্যাটারিং হলে গত ১২ সেপ্টেম্বর রোববার স্কটল্যান্ড পার্লামেন্টে নির্বাচিত এমপি ফয়সল চৌধুরী এমবিই-কে সংবর্ধনা দেয়া হয়।
সংগঠনের সভাপতি রানা মিয়া চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এম এ মোন্তাকিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
অর্গানাইজেশন ফর দি রিকগনিশন অব বংলা এজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অব দি ইউনাইটেড নেশন এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী, কাউন্সিলার সাদেক সমসু, কমিউনিটি একটিভিস্ট বশির মিয়া কাদির, সৈয়দ এলাহি হক সেলু, দি প্যালেস পুটিজুরি হবিগঞ্জের ডাইরেক্টর কামাল হোসেন, হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে-র সাবেক সাধারণ সম্পাদক মুকিত চৌধুরী, স্কটল্যান্ডের বিশিষ্ট কমিউনিটি নেতা গোলাম আনিস চৌধুরী, সিভিল সার্ভেন্ট তাহির আলী, প্রভাষক সৈয়দ মোহাম্মদ ইকবাল, মাজেদুল ইসলাম মিন্টু, মহিবুর রহমান, বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নাজমুল আজিজ জুবায়ের, কমিউনিটি নেতা রহমত আলী, আদাম স্পোর্টসের চেয়ারম্যান জসিম উদ্দিন, ওল্ডহ্যাম কমিউনিটি নেতা জুনেদ হোসেন চৌধুরী, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকে-র সভাপতি এ রহমান অলি, কমিউনিটি নেতা আব্দুল বাছেত চৌধুরী অপু।
উল্লেখ্য স্কটল্যান্ড পার্লামেন্টে প্রথম কোন বাঙালি এমপি ফয়সল চৌধুরীই নির্বাচিত হয়েছেন।
ফয়সল চৌধুরী ১৯৬৭সালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বদরদি গ্রামে জন্মগ্রহণ করেন। গোলাম রব্বানী চৌধুরী ও রোকেয়া রব্বানী চৌধুরীর পাঁচ মেয়ে ও এক ছেলের মধ্যে ফয়সল চৌধুরী সবার বড়। হবিগঞ্জ পুরান মুন্সেফি রামচরন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ফয়সল চৌধুরী ১৯৮২সালে বাবার সাথে ইংল্যান্ড চলে আসেন। সেখানে কমিউনিটি এক্টিভিষ্ট হিসেবে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে মেম্বার অব বৃটিশ এম্পায়ার (এমবিই) খেতাবে ভূষিত হন। ফয়সল চৌধুরী তার দায়িত্ব পালনে সকল কমিউনিটি ব্যক্তিত্বদের সহযোগিতা কামনা করেন।