নবনির্বাচিত এমপি হাবিবকে জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতির অভিনন্দন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৩:৪৩ অপরাহ্ন
সিলেট-৩ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ফেঞ্চুগঞ্জের কৃতিসন্তান হেনু মিয়া।
অভিনন্দন বার্তা তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কর্মবীর মানুষ হাবিবুর রহমান হাবিব এ আসনের সার্বিক উন্নয়নে সফল হবেন। হেনু মিয়া সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের দীর্ঘায়ু কামনা করেন।