প্রবীণ রাজনীতিবিদ আবদুল হান্নানের ইন্তেকাল: পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২১, ১:৫১:৩৫ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: ন্যাপ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, সিলেটের প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা আন্দোলন, স্বাধীকার ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবদুল হান্নান ৩১ আগস্ট মঙ্গলবার সিলেটের একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃতুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৩ বছর।
মরহুম সৈয়দ আবদুল হান্নান ১৯২৮ সালের ১ লা সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার জগ্ননাথপুর থানার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।
আজীবন গণমানুষের কল্যাণে কাজ করা কিংবদন্তিতুল্য আলহাজ সৈয়দ আবদুল হান্নানের মৃত্যুতে সিলেট, সুনামগঞ্জসহ দেশে বিদেশে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি যুক্তরাজ্য ক্যাটারাস নেতা সৈয়দ হাসান আহমদ এবং সিলেট ল কলেজের প্রিন্সিপাল সৈয়দ মহসিন আহমেদের পিতা ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের শ্বাশুর।
১ সেপ্টেম্বর বুধবার বাদ জোহর সৈয়দপুর জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
তার আগে ৩১ আগস্ট বাদ মাগরিব সিলেটের শাহী ঈদগা মাঠে জেলার রাজনীতিবিদ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বসাধারণের উপস্থিতে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মরহুম সৈয়দ আবদুল হান্নানের মৃত্যুতে দেশ ও বিদেশের বিশিষ্টজন পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।