স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি´র শ্বশুর আব্দুল বারী চৌধুরীর ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২১, ৩:১৩:২৯ অপরাহ্ন
প্রবাসী সংবাদকর্মী, স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি´র শ্বশুর আব্দুল বারী চৌধুরী (৭৭) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (০৩.০৮.´২১) বাংলাদেশ সময় সকাল ৮.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটের সময় মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় উনার নিজ গ্রাম জায়ফরনগরের হজরত শাহ খাকি (রা) ঈদগাহ মাঠে উনার জানাজা সম্পন্ন হয়েছ। তাঁর মৃত্যুতে স্পেন বাংলা প্রেসক্লাব সহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহেদুল সুহেদ, সিনিয়র সহসভাপতি বনি হায়দার মান্না, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, কোষাধ্যক্ষ ফয়জুল হক রানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিপলু নিয়াজী, সাহিত্য সম্পাদক জামিলা করিম, মহিলা সম্পাদক তারিনা জামান খান কাকন, প্রচার সম্পাদক লায়েবুর রহমান, কার্যকরী সদস্য মিরন নাজমুল, কবির আল মাহমুদ, মোশতাক আলী, ছালাহ উদ্দিন, সালেহ আহমদ সোহাগ,সিদ্দিকুর রাহমান, তুতিউর রহমান সহ সকল সদস্যবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন।