লকডাউনমুক্ত যুক্তরাজ্যে আজ ঈদুল আজহা উদযাপিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২১, ২:০৫:২৫ অপরাহ্ন
লন্ডন প্রতিনিধি: লকডাউনমুক্ত যুক্তরাজ্যে আজ ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সামাজিক দূরত্ব রক্ষার বিধিনিষেধ তুলে নেয়ায় মসজিদে মুসলমানেরা পাশাপাশি দাঁড়িয়ে বসে ঈদের নামাজ আদায় করেন। কেনটিস টাউন বায়তুল আমান মসজিদে চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় ঈদের জামাতে স্থানীয় মুসলমানরা শামিল হয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশ্ব শান্তি কামনা করে, কোভিড-১৯ মহামারি থেকে মানুষের মুক্তির জন্যে দোয়া করা হয়।
কেনটিস টাউন বায়তুল আমান জামে মসজিদ কমিটির সেক্রেটারি কামাল হোসেন জানান, নির্দিষ্ট দূরত্বে দাঁড়ানোর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আগত মুসল্লিরা গা ঘেঁষে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পেরেছেন। শান্তিপূর্ণ ভাবে নামাজ আদায় করতে পেরে মুসল্লীরাও অত্যন্ত খুশি।