আন্তরিক কার্যক্রম জারি রাখায় ২৮ বছর ধরে সকলের প্রশংসা পেয়েছে নিসচা: ইলিয়াস কাঞ্চন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২১, ২:০৯:৪৪ অপরাহ্ন
লন্ডন প্রতিনিধি : ২৮ বছর ধরে আন্তরিক প্রচেষ্টায় কার্যক্রম জারি রাখায় বিভিন্ন সরকারের আমলে, সব সরকার নিসচা-র প্রশংসা করেছে, বলেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সাথে নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখার ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মঙ্গলবার ১৩ জুলাই অনলাইন প্লাটফরম জুম্ অ্যাপস এর মাধ্যমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনটির যুক্তরাজ্য শাখার সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিম এতে সভাপতিত্ব করেন। মতবিনিময় সভাটি সঞ্চালন করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক ও অনুপম নিউজ টোয়েন্টিফোরের সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী। এ সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এস এম আজাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, যুক্তরাজ্যে নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখাকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যুক্তরাজ্যের বিভিন্ন শাখার সাথে নিয়মিত যোগাযোগ করে কেন্দ্রের সাথে সমন্বয় রেখে কাজ করার কথাও উল্লেখ করেন ইলিয়াস কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চন বলেন, বাংলাদেশে বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও সড়ক নিরাপদ করার লক্ষ্যে নিরাপদ সড়ক চাই সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে গত ২৮ বছর ধরে। সংগঠনের শুরু থেকেই নিরাপদ সড়ক চাই বিভিন্ন সরকারের সময়ে কাজ করে আসছে বর্তমানেও তা অব্যাহত রেখেছে, তাই প্রতিটি সরকারের কাছ থেকে নিরাপদ সড়ক চাই প্রশংসা পেয়েছে। আর সেটি সম্ভব হয়েছে সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও অব্যাহত কার্যক্রমের ফলে।
ইলিয়াস কাঞ্চন বলেন, বর্তমান করোনাকালীন সময়েও নিরাপদ সড়ক চাই এর সকল শাখাসমূহের সদস্যবৃন্দ মাস্ক, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করছেন। এবং এই কার্যক্রম অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্ঘটনারোধে ঐক্যবদ্ধভাবে জনসচেতনতামূলক কাজ করার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর ফারুক আহমেদ, মুন কোরেশী, ইসলাম উদ্দিন,আছাওয়ার আলী, সুহেল আহমেদ, আয়শা আক্তার পপি, সেলিনা আক্তার জুসনা, হাসান চৌধুরী, আশরাফুল ইসলাম ও ব্রিস্টল শাখার সাধারণ সম্পাদক লিটন আলম, তারিফ আহমেদ।