করোনার ‘ল্যাম্বডা’ ভ্যারিয়েন্ট ছড়ায় দ্রুত: আতংকিত সারা বিশ্ব
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২১, ৬:১৬:৪২ অপরাহ্ন
মো: রেজাউল করিম মৃধা: ব্রিটেনে কোভিড-১৯ বা করোনাভাইরাস মহামারি পিছু হঠছেনা কিছুতেই। এরই মধ্যে ৬ জন করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ল্যাম্বডা’ আক্রান্ত রোগী পাওয়া গেছে।
একটি দূর্বল হচ্ছে তো আরেকটি আসছে ধেয়ে আরো বেশী শক্তি নিয়ে। বৈজ্ঞানিকরা অতি দ্রুত ভ্যাকসিন আবিস্কার করলেও ভাইরাসের নতুন রূপের ভ্যাকসিন কতটা কার্যকর সে প্রশ্ন থেকেই যায়।
করোনা ভাইরাস আবির্ভুত হওয়ার পর থেকেই প্রতিনিয়ত এর রুপ পরিবর্তন হচ্ছে। বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে আলফা, বেটা,গামা, ডেল্টা ভ্যারিয়েন্ট নতুন নতুন ভ্যারিয়েন্ট। ডেল্টার পর করোনার নতুন ভ্যারিয়েন্ট ল্যাম্বডা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। এরইমধ্যে ৩০টি দেশে ল্যাম্বডা ভ্যারিয়েন্টের করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
তারপরও হেল্থ সেক্রটারি সাজেদ জাভিদ সরকারের রোড ম্যাপ অনুযায়ী লকডাউন তুলে নেওয়ার প্রতি সমর্থন দিয়ে বলেন, লকডাউন তুলে নেওয়াকে কোন বাধাই তিনি মনে করেন না। করোনাভাইরাস নিয়েই চলতে হবে বলেও অভিমত ব্যাক্ত করেন।
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে প্রথম ল্যাম্বডা ভ্যারিয়েন্ট ধরা পড়ে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রজাতিকে ‘ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট’ নাম দিয়েছে। এরইমধ্যে যুক্তরাজ্যে ৬ জন ল্যাম্বডা ভ্যারিয়েন্ট করোনা রোগী শনাক্ত করা হয়েছে। চিলিতে গত দু’ মাসে আক্রান্তদের মধ্যে ৩২ শতাংশের শরীরে ল্যাম্বডার ভ্যারিয়েন্ট উপসর্গ লক্ষ করা গেছে। আর্জেন্টিনা এবং ইকুয়েডরেও দেখা গেছে এই নয়া ভ্যারিয়েন্ট। এর পর দক্ষিণ আমেরিকায় পাওয়া গেছে। সেখান থেকে মোট ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ল্যাম্বডা।
বিশেষজ্ঞরা বলছেন ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও আরো ভয়াবহ হবে এই ভ্যারিয়েন্ট। কারো শরীরে এই ভ্যারিয়েন্ট থাকলে তা অন্যদের শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি।
এদিকে ল্যাম্বডার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন কতটা কার্যকরী সে বিষয় নিয়ে এখনও গবেষণা চলছে।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন,”করোনাভাইরাস সংগে নিয়েই আমাদের চলতে হবে। ভ্যাকসিন কার্যকর তবে সবাইকে সরকারি নিয়মনীতি মেনে চলাসহ নিজেদেরকে আরো বেশী সাবধানতা অবলম্বন করতে হবে”।
বিজ্ঞানীরা এই নতুন ভ্যারিয়েন্ট ল্যাম্বডা নিয়ে বেশ চিন্তিত। তারা মনে করেন এই ভ্যারিয়েন্টে বহু লোক নতুন করে আক্রান্ত হবেন।