সিলেট-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে আরসিটির অভিনন্দন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২১, ৪:০১:৩২ অপরাহ্ন
এক অভিনন্দন বার্তায় আরসিটি কর্মকর্তারা বলেন, সিলেট ৩ আসনে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দিয়ে আওয়ামী লীগ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ তিনি গত দুই দশক ধরে দলের প্রতি অনুগত থেকে নিরলসভাবে তার নির্বাচনী এলাকার জনগণের সেবা করে আসছেন।
বার্তায় আরসিটি কর্মকর্তারা হাবিবকে যুক্তরাজ্যসহ বাংলাদেশের বহু স্বেচ্ছাসেবী সংস্থার সফল উদ্যোক্তা এবং পদাধিকারী উল্লেখ করে বলেন, আমরা বিশ্বাস করি যে, নির্বাচিত হয়ে তিনি এলাকার গণমানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তার পূর্বসূরি মরহুম মাহমুদুস সামাদ চৌধুরীর অসমাপ্ত কাজ শেষ করতে সক্ষম হবেন।
অভিনন্দন বার্তায় স্বাক্ষরকারী অন্যান্য আরসিটি কর্মকর্তারা হলেন, আনোয়ার উদ্দিন, আফসর হুসেইন এনাম, মাহবুব হুসেইন রুনু,শোয়েব আফজল, নিয়াজ চৌধুরী শুভন, গোলাম মো. রফিক, জয়নুল চৌধুরী, শাহীন চৌধুরী, এমদাদ আহমেদ, আবুল কালাম, মিছবাহ জামাল, ফজলুল হক, মিসেস আর বেগম, মিসেস এন. নেসা এবং মিসেস কে. খানম প্রমুখ।


