বাড়ি ফিরতে বেকারার মন, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে…’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২১, ৮:৩৫:৩৭ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক: একটা ইউটিউব চ্যানেলে দেখছিলাম ফেরিঘাটে কী সাংঘাতিক ভিড় ঘরমুখো মানুষের, প্রচণ্ড ভিড়। ঠেলায়-ধাক্কায় চিপায় জান যায় অবস্থা তবু, শিকল বেয়ে ঝুলে, হুমড়ি খেয়ে পড়ে নদীতে ভিজে-টিজে একাকার হয়ে পড়িমরি কোনোমতে ফেরিতে ওঠা চাইই। কোনো বাধা মানতে নারাজ মন, মহামারির ভয়ে সন্ত্রস্ত না মন; মন চায় আপন ঘরে ফিরতে, মন চায় প্রিয়জনের সাথে ঈদের খুশিতে ডুব দিতে। হায় ভালবাসার টান! হায় মায়ার টান! বার বার হয়ত মনে পড়ছিল মায়ের মুখ, মেয়ের মুখ, পুত্রের মুখ, ছোট্ট সোনামণি বোনটির মুখ; তাই বাড়ি যেতেই হবে, যেভাবেই হোক। পাশের বাড়ির সালাম কালাম পৌঁছে গেছে বাড়ি। মা বলবে বাবা বলবে—অমুক তমুক এসে গেলো তুই পারলি না বাবা! সুতরাং মন মানে না, মন কিছুতেই মানে না। আপন ঘরে ফেরার জোশে বলিয়ান দিল-মন। ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’। কী আকুল করা এ গানের সুর ও কথা। এ গান ওরা ঢাকায় একা বসে বসে শুনবে? নাহ্, বাড়ি ফিরতেই হবে। ভালবাসার টানের কাছে সব ভয়ের পরাজয় হোক, ভালাবাসা-মায়া জিতে যাক। মানুষের অকৃত্রিম ভালবাসার সামনে করোনা পরাজিত হোক। একদিন তো সকলকেই এ দুনিয়ার মুসাফিরি জিন্দেগি শেষে ফিরে যেতে হবে আপন মাওলার কাছে; কেননা ‘নিশ্চয়ই আমরা আল্লাহর, তাঁর কাছেই আমাদের ফিরে যাওয়া’।