আদালতে মেলিন্ডা বলেছেন বিল গেটসের কাছ থেকে ‘স্পাউজাল সাপোর্ট’ চান না
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২১, ৪:০১:২০ অপরাহ্ন
অনুপম ডেস্ক: বিল গেটস ও মেলিন্ডার বিয়ে ভেঙে যাওয়া বিষয়ে সারা পৃথিবীতে মানুষের কৌতূহল আছে। কারণ বহু। মানুষ জানতে চায় বিশ্বের চতুর্থ ধনী দম্পতি ২৭ বছর সংসার করে বুড়াকালে কেন বিচ্ছেদ বেছে নিলেন। জানতে চায় কী কারণে এমন হাসিখুশি দম্পতি বিচ্ছেদ বেছে নিলেন? যদিও আন্তর্জাতিক কোনো কোনো মিডিয়াতে নানা কারণের কথা আসছে, আসলে এখনো জানা যায়নি আসল কারণ। হতে পারে ব্যক্তিত্বের সংঘাত কিংবা অন্য কোনো কারণে তারা বিচ্ছেদ বেছে নিয়েছেন, মানে নিতে বাধ্য হয়েছেন। কেননা মেলিন্ডা ইতোমধ্যে জানিয়েছেন, তাদের বৈবাহিক সম্পর্ক মেরামত সম্ভব না (ইররিট্রিভেবলি ব্রোকেন)।
উল্লেখ্য, বিয়ে ভেঙে দেয়ার জন্যে আদালতে দেয়া দরখাস্তে মেলিন্ডা বলেছেন তিনি বিল গেটসের কাছ থেকে স্পাউজাল সাপোর্ট চান না লিখেছেন “spousal support is not needed.”)।
গত সোমবার এক টুইট বার্তায় বিল গেটস এবং মেলিন্ডা গেটস তার ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা দেন। বিচ্ছেদের ঘোষণা দিতে গিয়ে তারা বলেন, আমরা যুগল হিসেবে আর পথ চলতে পারবো বলে আমাদের মনে হয় না। নিজেদের সম্পর্কের ওপর অনেক নিরীক্ষা ও চিন্তাভাবনার পর আমরা আমাদের সংসারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।
এই দম্পতি ২০০০ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গঠন করেন। নিজেদের বেশির ভাগ সম্পত্তিই তারা এই সংস্থায় বিনিয়োগ করেন। ২০২০ সালের হিসাব অনুযায়ী এই সংস্থার মোট সম্পত্তির পরিমাণ ৫ হাজার ১০০ কোটি ডলার। এই দাতব্য প্রতিষ্ঠানটি দারিদ্র্য, রোগ-ব্যাধি এবং বৈষম্যের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
ফোর্বস ম্যাগাজিনের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হলেন বিল গেটস। তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন ডলার। এই দম্পতির বিচ্ছেদের খবরে অনেকেই হতবাক হয়ে গেছেন। তাদের দাম্পত্য জীবনে কখনও বড় ধরনের সমস্যা দেখা দেয়নি। বিভিন্ন সময় হাসি-খুশি ভাবেই এই দম্পতিকে এক সঙ্গে দেখা গেছে।