১৪ দিনের লকডাউন চান বিশেষজ্ঞরা, পুলিশ কঠোর থাকবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ৪:২৪:০৭ অপরাহ্ন
অনুপম রিপোর্ট:করোনাভাইরাসের তীব্র সংক্রমণ নিয়ন্ত্রণে কমপক্ষে ১৪ দিন লকডাউন দেওয়া দরকার বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং লকডাউন বা ‘কঠোর নিষেধাজ্ঞা’ কার্যকর করতে পুলিশ কঠোর ভূমিকা রাখার কথা জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, যে ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড (সংক্রমিত করার সময়) ১৪ দিন। সেই ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রতিরোধ করতে ৭ দিনের লকডাউন যথেষ্ট নয়। তাছাড়া লকডাউন ঘোষণার পর সারা দেশের আন্তঃজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। সড়ক, নৌ, রেল ও বিমান যোগাযোগ নির্ধারিত সময় পর্যন্ত কার্যকর অর্থেই নিষিদ্ধ থাকবে। তাছাড়া, রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা অত্যাবশ্যক। অন্যথায় সংক্রমণ বৃদ্ধি রোধ করা সম্ভব নয়।
গত ২২ মার্চ থেকে দেশে কোভিড-১৯ এর সংক্রমণ মারাত্মক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বিগত ৮ দিনের সংক্রমিত রোগীর সংখ্যা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মোট সংক্রমণের চেয়ে বেশি। গত ২৯ মার্চ সরকার ১৮ দফা নির্দেশনা দিলেও তার যথাযথ প্রতিফলন দেখা যায়নি। ফলে সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।
আগামীকাল সোমবার থেকে সাত দিনের লকডাউনের ঘোষণা প্রধানমন্ত্রীর কাছ থেকে আসার অপেক্ষায়। সরকারের তরফ থেকে প্রজ্ঞাপন প্রকাশিত হলে পুলিশ এবার গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিষেধাজ্ঞা কার্যকর করতে কঠোর অবস্থানে থাকবে বলে জানা গেছে।
গতকাল শনিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণ পদ রায় গণমাধ্যমকে বলেন, ‘আমরা মাঠে থেকে লকডাউন কার্যকর করব এবং কঠোরভাবে কার্যকর করব। অনেক আর্থিক ক্ষতি হবে জেনেও সরকার লকডাউনের মতো সিদ্ধান্ত নিল। কার্যকর না করে উপায় আছে? সুতরাং পুলিশ করোনারোধে কঠোর হবে’।