‘কেশবপুর টু ইউকে ব্যাডমিন্টন লাভার্স’ গ্রুপের ফ্রেন্ডলি টুর্নামেন্ট সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৫, ৩:০৭:২৮ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: কেশবপুর গ্রামের যুক্তরাজ্য বসবাসরত কিছু ক্রীড়াপ্রেমিকের নেতৃত্বে একটি ব্যাডমিন্টন গ্রুপ গঠন করা হয়। এটির নাম দেওয়া হয় ‘কেশবপুর টু ইউকে ব্যাডমিন্টন লাভার্স’।
২০২২ সালে প্রতিষ্ঠার সময় সদস্য ছিলেন মাত্র ২২ জন। সেই বছর পহেলা জানুয়ারি মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বাইশ সদস্য বিশিষ্ট এই গ্রুপ গঠন করা হয়েছিল। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ জুনেদ আহমদ ছোটন অল্ডহাম, ওকিল আহমেদ লিভারপুল, আখতার হোসেন লিভারপুল, সুমন লিভারপুল, হাসান লিভারপুল, আলী হোসেন লিভারপুল, লেছু মিয়া বার্মিংহাম, মুমিন বার্মিংহাম, খালেদ বার্মিংহাম, জাহেদ বার্মিংহাম, আজিজুল এবং সাব্বির পোর্টসমাউথ।
২০২২ সালের পহেলা মার্চ ইংল্যান্ডের বার্মিংহাম শহরে লেচু এবং মুমিনের নেতৃত্বে প্রথমবারের মতো ফ্রেন্ডলি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এবং বার্মিংহামের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে একটি সফল টুর্নামেন্ট সমাপ্ত হয় এবং সিদ্ধান্ত হয় প্রত্যেক বছর ধারাবাহিকভাবে এটা করা হবে।
বর্তমানে ২০২৫ সালে গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ৫১ জন। গ্রুপের সকল সদস্যের সরাসরি ভোটের মাধ্যমে প্রত্যেক বছর বিভিন্ন শহরে ফ্রেন্ডলি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করার সিদ্ধান্ত মোতাবেক, যথারীতি এ বছর ও গ্রুপের সকল সদস্যের সরাসরি ভোটের মাধ্যমে টুর্নামেন্টের স্থান নির্ধারণ করা হয় লন্ডন শহরে।
সকল সদস্যের সরাসরি ভোটের মাধ্যমে লন্ডন ভেন্যু হিসেবে মনোনীত হওয়ার পর বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক মোঃ ফয়জুর রহমান ছমীরের নেতৃত্বে শুক্রবার লন্ডন শহরে ফ্রেন্ডলি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ইংল্যান্ডে বসবাসরত কেশবপুর গ্রামের প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন। যেহেতু টুর্নামেন্টে পার্টিসিপেন্ট যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন। তাই টুর্নামেন্ট পরিচালনা করেন মোঃ শহিদুল ইসলাম, সুমন আহমেদ (ভগ্নর রিজেস), ইমরান হোসেন, আবুল হোসেন এবং আজহার। টুর্নামেন্টে টোটাল ১২টি টিম ছিল। তুমুল প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাত আটটায় টুর্নামেন্ট সমাপ্ত হয়। টুর্নামেন্টের পুরস্কার বিতরণীর পরে সবাই লন্ডন শহরের ব্রিকলেনের একটি অভিজাত রেস্টুরেন্টে যান এবং রাতের ডিনার করেন। এই ডিনার স্পন্সর করেন লন্ডনের টুর্নামেন্টের আয়োজকবৃন্দ।
উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন লেচু এবং জাহেদ জুটি, রানার্সআপ হন বুতুর এবং আক্কাস জুটি, তিন নম্বর স্থান অধিকার করেন জোবেদ এবং জিনান জুটি, চতুর্থ স্থান অধিকার করেন শহিদুল এবং রাজু জুটি, আর পঞ্চম স্থান অধিকার করেন নজরুল এবং আলী জুটি।
এ খেলায় কেশবপুর গ্রামের অনেক প্রবীণ মুরুব্বি এবং অনেক যুবক সাপোর্টার উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন (স্পনসর) ১. মোহাম্মদ ফয়জুর রহমান ছমীর ২. শেখ মোহাম্মদ মজিদ ৩. আব্দুল মুমিন ৪. ফারুক হোসেন ৫. আলতাফ হোসেন ৬. আওলাদ হোসেন ৭. মোঃ শহিদুল ইসলাম ৮. ইমরান হোসেন।
তাছাড়ার গ্রামের বশীর মিয়া, আব্দুস শহীদ, মুজিবুর রহমান মুজিব, সাইফুর রহমান শামীম, আবু লেইস, বাহাদুর মিয়া সহ আরো অনেকেই।
পরিশেষে ক্লাবের সবার পক্ষ থেকে সম্মানিত স্পন্সরবৃন্দকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভবিষ্যতেও এরকম মহত কাজে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করা হল।



