অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল, রিশাদ ও নাহিদকে আনতে চার্টার্ড ফ্লাইট!
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৫, ৯:৪৯:৩৬ অপরাহ্ন
অনুপম স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ২০২৫ সালের আইপিএল। ভারতের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ চলাকালে হঠাৎ জম্মুতে পাকিস্তানের হামলার খবর ছড়িয়ে পড়ে। এর প্রভাবে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ফ্লাডলাইট নিভে যায় ধর্মশালা স্টেডিয়ামেও। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দর্শকদের স্টেডিয়াম ত্যাগ করতে বলা হয়।
পরিস্থিতি পর্যালোচনায় রাতেই জরুরি বৈঠকে বসে আইপিএল কর্তৃপক্ষ। গভর্নিং কাউন্সিল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়, টুর্নামেন্ট আপাতত স্থগিত থাকবে। এর ফলে আইপিএলের বাকি থাকা ১২টি লিগ ম্যাচ এবং ৪টি প্লে-অফ ম্যাচের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
এই প্রথমবারের মতো জাতীয় নির্বাচন বা মহামারির মতো সংকট ছাড়াও স্থগিত হলো আইপিএল। অতীতে করোনার সময় টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু এবার সরাসরি বন্ধ করে দেওয়া হলো।
বিসিসিআই সূত্রে জানা গেছে, বর্তমান সংকটময় পরিস্থিতিতে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। তবে কবে নাগাদ টুর্নামেন্টটি ফের শুরু হতে পারে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা, রিশাদ ও নাহিদকে দেশে আনতে চার্টার্ড ফ্লাইট!
কাশ্মীরের পেহেলগামে হামলায় পর্যটক নিহতের জেরে চলমান ভারত-পাকিস্তান উত্তেজনা এখন যুদ্ধে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে। এরই মধ্যে পাকিস্তানের সেনা সদরদপ্তর রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা চালিয়েছে ভারত। আর তাতেই পিএসএলের রাওয়ালপিন্ডি শহরে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে।
এমন অবস্থায় বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তবে এই দুই জাতীয় ক্রিকেটারের নিরাপত্তার বিষয়টি খুঁটিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পিএসএল।
এরই মধ্যে নাহিদ রানা ও রিশাদকে দেশে নিরাপদে ফিরিয়ে আনার চিন্তাভাবনাও চলছে। তবে পাকিস্তানের কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় তাদের দেশে ফেরায়ও দেখা দিয়েছে বিপত্তি।
সেই অনিশ্চয়তা মুক্ত হতে শোনা যাচ্ছে, বিসিবি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে পারে।
দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে পিএসএল কভার করতে যাওয়া এক সাংবাদিক বলেন, বিসিবি আপ্রাণ চেষ্টা করছে রিশাদ ও নাহিদ রানাকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরানোর। পিসিবির সঙ্গে সেভাবে কথাও চলছে। সব ঠিকঠাক হলে দুই ক্রিকেটারকে চার্টার্ড ফ্লাইটেই দেশে ফিরিয়ে আনা হবে।
পরপর দুদিন বিসিবি বিবৃতি জানিয়েছে, রিশাদ ও নাহিদ রানার নিরাপত্তার ব্যাপারে বোর্ড সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ফোনে ওই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলছেন। পিসিবির সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বোর্ড।




