২৫ মে লন্ডনে শুরু হচ্ছে ২৬তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৫, ২:৫৫:০৭ অপরাহ্ন
এগারটি দেশের ৩৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে
নিলুফা ইয়াসমীন হাসান, লন্ডন: প্রতিবারের মত এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
রেইনবো ফিল্ম সোসাইটির উদ্যোগে আগামী ২৫ মে রোববার থেকে শুরু হচ্ছে রেইনবো চলচ্চিত্র উৎসবের ২৬তম আসর। এবারের আসরে ১১টি দেশের ১১টি ভাষায় সর্বমোট ৩৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এরমধ্যে ২৩টি পূর্ণ্যদৈর্ঘ্য এবং ১৪টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র স্থান পাচ্ছে। দেশসমূহের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, ইটালি, ইরান, জাপান, মেক্সিকো, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, স্পেইন এবং ইউ.এস.এ। যে সমস্ত ভাষায় চলচ্চিত্র সমূহ প্রদর্শীত হবে তা হলো: বাংলা, ঘারওয়ালি, গুজরাটি, হিন্দি, ইটালিয়ান, জাপানিজ, মায়ান, ফার্সি, স্পেনিশ, টাগলগ এবং রুশ।
এবারের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের মাইল এন্ড রোডে অবস্থিত ‘জেনেসিস‘ সিনেমা হলে যথাক্রমে ২৫শে মে রোববার এবং পহেলা জুন রোববার।
আগামী ২৫ মে রোববার জেনেসিস সিনেমা হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হবে ভারতীয় বাংলা ছায়াছবি সৃজিত মুখার্জী পরিচালিত কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও ফাল্গুনী চট্টোপাধ্যায় অভিনিত বহুল আলোচিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই‘।
চলচ্চিত্র উৎসবের সমাপনি দিন পহেলা জুন রোববার জেনেসিস এ প্রদর্শিত হবে সনামধন্য অভিনয় শিল্পী অপর্না সেন ও অঞ্জন দত্ত অভিনীত ‘এই রাত তোমার আমার‘ চলচ্চিত্র।
মাল্টি কালচার সোসাইটির উপযোগী এবং আলোচিত ভাল চলচ্চিত্রগুলো প্রদর্শনীর জন্য বাছাই করা হয়েছে।
২৫ মে উদ্বোধনী এবং পহেলা জুন সমাপনী দিন ছাড়া ২৬শে মে থেকে এক নাগাড়ে ৩১শে মে পুরো ফ্যাস্টিভাল জুড়ে যে সকল চলচ্চিত্র প্রদর্শিত হবে সেগুলো হলো: বাংলাদেশের চলচ্চিত্র ‘এখানে নোঙ্গর‘। ভারতের ‘আদিম‘, ‘আলাপ‘, ‘অথৈ‘, ‘ছাত্তার‘ , ‘চলচ্চিত্র‘, ‘ডানা মেলার গল্প‘, ‘ঢোলি‘, ‘হেমামালিনি‘, ‘মনপতঙ্গ‘, ‘অমলো‘, ‘পদাতিক‘ ও ‘ভাকাট্টা‘, ফিলিপাইনের “এ ল্যাব স্টোরি‘, ইরানের ‘ক্যাপ্টেন‘, ‘গার্ল ইন দ্য সি‘, ‘সামার টাইম‘, ‘আয়আর‘, ‘ফ্লাইং সসার‘, ‘গিলার‘ ও ‘টেইসেহ‘, মেক্সিকোর ‘ফিউরিয়াস টাইম‘, ‘দ্য রিকারেন্ট প্যাশেন্ট‘, ‘বালাম‘, ‘দ্য নোট‘, ‘থ্রী এটেম্পটস অফ হোপ‘ ও ‘আস‘। জাপান, স্পেইন এবং সিঙ্গাপুরের যৈাথ প্রযোজনায় ‘পারফরমিং কারুস ফিউনারেল‘। ইটালিয়ান ‘মাইছেলিয়া‘। রাশিয়ার ‘আলিসা‘, ‘ফেন্ছ‘, ‘তাইজি‘ ও ‘জাস্ট সে হাই‘, ইউ এস এর ‘আই হিয়ার ইয়োর সাইলেন্স‘।
সোমবার ২৬ মে থেকে শনিবার ৩১ মে পর্যন্ত প্রতিদিন দুইটা ছায়াছবি প্রদর্শিত হবে, বিকেল ৪টায় এবং সন্ধ্যা ৬টায়। বিনা প্রবেশমূল্যে চলচ্চিত্র প্রদর্শিত হবে মাইল এন্ড রোডে অবস্থিত কুইন ম্যারি ইউনিভার্সিটির আর্টস ওয়ান বিল্ডিংয়ে।
২৬ তম রেইনবো চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে যে সকল সদস্য আছেন তারা হলেন: ড: ক্লেলিয়া ক্লিনি, লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটির লেকচারার, ড: অমিত এস রায়, কুইন মেরী ইউনিভার্সিটি লন্ডন, পুলক গুপ্ত, বিশিষ্ঠ সাংবাদিক, কাজী রুকসানা বেগম, আর্টস ডেভেলপমেন্ট অফিসার, বরো অফ টাওয়ার হ্যামলেটস, সাদেক আহেমেদ চৌধুরী, ফিল্ম ক্রিটিক, আলেকসান্ডার জ্যাকসন, রিচ মিক্স সেন্টার।
জুরি বোর্ড এর মতামতের ভিত্তিতে চলচ্চিত্রের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার নির্ধারণ করা হবে। চলচ্চিত্র উৎসবের সমাপনি দিন পহেলা জুন জেনেসিস এ পুরষ্কার প্রদান করা হবে।
চলচ্চিত্রপ্রেমীদের বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে হবে রেইনবো ফিল্ম সোসাইটির কর্ণধার মোস্তফা কামাল ০৭৯৫৬-৯২৪২৪৬ নাম্বারে অথবা ওয়েবসাইটে দেখতে হবে : www.rainbowfilmsociety.com



