বুধবারি বাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৫, ৯:৪৯:৩০ অপরাহ্ন
লন্ডন অফিস: বুধবারি বাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে ২০ এপ্রিল ২০২৫ রবিবার সন্ধ্যায় ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্যসহ বিপুল সংখ্যক ইউনিয়নবাসি অংশগ্রহণ করেন।
মোহাম্মদ মখলু মিয়ার সভাপতিত্বে ও এ কে এম আব্দুল্লাহর পরিচালনায় ডিনারপূর্ব আলোচনা সভায় আলাপচারিতার পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে গঠনমূলক আলোচনা হয়। সংগঠনের চলমান প্রকল্পের আপডেট প্রদান করা হয়।
উল্লেখ্য, গত প্রায় তিন বছর ধরে বুধবারি বাজার ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে প্রসূতি নারীদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের দায়িত্ব নিয়েছে বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। এ কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে নরমাল ডেলিভারি-সহ চিকিৎসাসেবা পাচ্ছেন প্রসূতি নারীগণ। বুধবারীবাজার ইউনিয়ন-সহ আশপাশ অঞ্চলের প্রসূতি নারীগণও এ সেবা নিয়ে থাকেন।
ট্রাস্টের সদস্য এবং ইউনিয়নবাসীর আর্থিক সহযোগিতায় এই প্রকল্পের কার্য পরিচালনা হয়ে আসছে। উপস্থিত সকলে অত্যন্ত সুষ্ঠভাবে পরিচালিত এই চলমান মহতি প্রকল্পের কার্যক্রমের ভূয়াসী প্রশংসা করেন। আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন— জনাব আব্দুল আজিজ ফারুক, মস্তোফা মিয়া, ফজলুল হক ফজলু, মাইজ উদ্দিন আহমেদ, মজির উদ্দিন, আফসর হোসেন এনাম, আব্দুল কাইউম, ইকবাল হোসেন, ফলিক উদ্দিন, রফিকুল ইসলাম নজরুল, ফারুক মিয়া, আব্দুল মালিক, আব্দুর রহমান, ফারুক আহমদ, শিপলু মিয়া, সুলতান হায়দার জসিম, ছরকুম আলি, তাজ উদ্দিন শাহাজান, আব্দুর রব, জয়নুল হকসহ অনেকে। উপস্থিত সকলেই এই মহতি প্রকল্পকে চলমান রাখতে ইউনিয়নবাসির সহযোগিতা কামনা করছেন।



