যুক্তরাজ্য: সিটিংবোর্নে মুসলিমদের জন্যে নতুন কবরস্থান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৫, ১:০২:১৭ অপরাহ্ন
ফজলুল হক লন্ডন: যুক্তরাজ্যস্থ কেন্টের ছোয়াইল বারা কাউন্সিল থেকে স্থানীয় বসবাসরত মুসলমানদের জন্য চমৎকার একটি কবরস্থানের জায়গা বৃহস্পতিবার সিটিংবোর্ন ইসলামিক কালচারাল সেন্টারের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মিষ্টার গ্রাম টাফ গ্রিন স্পেস ম্যানেজার, এবং জে জেনকিনস লেজার এবং টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার। সিটিংবোর্ন ইসলামিক কালচারাল সেন্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্মানিত চেয়ারম্যান মো: আব্দুল মোহিত শাবুল, সেক্রেটারি জুনাইদ আবদীন, ট্রেজারার রুহুল হোসাইন বুলবুল, মো: আব্দুর রাজ্জাক বাবুল, সেখ নুরুল ইসলাম জিতু, আব্দুস শহীদ বাবুল, কামাল মিয়া, জয়নাল আবেদীন, লাল মিয়া, আব্দুল কুদ্দুস কাবুল, মো: মুহিত সানি , আরব উদ্দীন,ইসলাম উদ্দিন সহ কমিউনিটির সর্বস্তরের মুসলিম নেতৃবৃন্দ। দীর্ঘদিনের লালিত স্বপ্ন মুসলমানদের শেষ ঠিকানা কবরস্থানটি পাওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করে অনেকেই কথা বলেন।
এতে মোনাজাত করেন সিটিংবোর্ন ইসলামিক কালচারাল সেন্টারের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট
ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী।



