বড়লেখায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৫, ৭:৫৬:৫৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় নির্যাতন চালিয়ে স্ত্রী চম্পা বাক্তি (২৬)-কে হত্যার চেষ্টা চালায় পাষণ্ড স্বামী আশিক বাক্তি দুলাল (৩১)। শনিবার রাত আড়াইটার প্রতিবেশীরা গুরুতর আহত গৃহবধূ চম্পা বাক্তিকে উদ্ধার করে হাসাপাতালে ও হত্যা চেষ্টাকারি দুলাল বাক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সমনবাগ চা বাগানের পাক্কা লাইন এলাকায় দুলালের বাড়িতে।
জানা গেছে, পারিবারিক তুচ্ছ ঘটনার জেরে আশিক বাক্তি দুলাল শনিবার রাতে স্ত্রী চম্পা বাক্তিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালাতে থাকে। স্ত্রীকে উলঙ্গ করে চড়-থাপ্পড় মারতে মারতে চুলার সামনে নিয়ে আগুনে চুল ঝলসে দেয়। একপর্যায়ে গলায় গামছা ঢুকিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। চিৎকারে প্রতিবেশিরা ছুটে গিয়ে আহত চম্পা বাক্তিকে উদ্ধার করে হাসাপাতালে প্রেরণ ও নির্যাতনকারি স্বামী আশিক বাক্তি দুলালকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ জমাদার জানান, আহত গৃহবধুকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার আসামী আশিক বাক্তি দুলালকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।