সুনামগঞ্জ: ২ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৫, ২:৪৩:০৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার, ৬ মার্চ বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতীয় পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া।
বিজিবির তথ্যমতে, বৃহস্পতিবার ভোর থেকে তাহিরপুর উপজেলার জঙ্গলবাড়ি সীমান্ত এলাকায় দিয়ে ভারতীয় অবৈধ পণ্য চোরাকারবারিরা নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় বিজিবি। পরে সকাল ১০ টায় ওই সীমান্ত এলাকা থেকে সানস্ক্রিন স্ক্রিম, শার্ট- প্যান্ট ও বেলাজের কাপড় সহ প্রায় ২ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি রয়েছে। আজকে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।’