ফেঞ্চুগঞ্জ: যেসব এলাকায় বুধবার ৯—৫টা বিদ্যুৎ থাকবে না
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫, ১২:৪৯:১২ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কিছু এলাকায় আগামীকাল বুধবার ২২ জানুয়ারি ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ফেঞ্চুগঞ্জ—৩ উপকেন্দ্রের ৩সি (বালাগঞ্জ) ফিডারের পীরের বাজার, শ্রীনাথপুর মোল্লাপাড়া, এলাকায় বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছপালাকর্তন কাজের জন্য সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ—৩ উপকেন্দ্রের, ৩সি(বালাগঞ্জ) ফিডার ব্যাকবন লাইন (পশ্চিম গৌরীপুর, পূর্ব গৌরীপুর ইউনিয়ন) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
ফেঞ্চুগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো: জিল্লুর রহমান সোহেল এ তথ্য জানিয়ে বলেছেন উক্ত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।