বড়লেখায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ৪:১৬:৫৬ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়ের সঞ্চালনায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব।
বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিছবাহ উদ্দিন আফজল, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলিম উদ্দিন।
তরুণদের ভাবনা উপস্থাপনায় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১১টি গ্রুপ অংশগ্রহণ করে। তরুণদের ভাবনা উপস্থাপনায় প্রথম স্থান অর্জন করেছে উত্তর শাহবাজপুর ইউনিয়ন গ্রুপ।