বিশ্বনাথের শাহজিরগাঁও গ্রামে প্রবাসী বাবুল আলীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৫, ১:৪৭:৪৬ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পৌরসভার শাহজিরগাঁও গ্রামে যুক্তরাজ্য প্রবাসী বাবুল আলী ও তার পরিবারবর্গের অর্থায়নে এলাকার প্রায় দেড় শতাধিক অসহায়-গরীব শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শীতবস্ত্র বিতরণ করেন উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক।
ব্যবসায়ী শানুর আলীর সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক মোহন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সমাজসেবক আতাউর রহমান দুলাল, শাহজিরগাঁও জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আমিনুর রশীদ।
অনুষ্ঠানের শুরুত্বে কোরআন থেকে তেলাওয়াত করেন শাহজিরগাঁও জামে মসজিদের মুয়াজ্জিম আতিকুর রহমান। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।