ওসমানী বিমানবন্দর ক্যাম্পেইন কমিটি ইউকের কামব্রিয়া শাখা গঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৫৫:৩১ অপরাহ্ন
লন্ডন অফিস: ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিণত ও ওসমানী বিমানবন্দর থেকে আরো বিদেশী ফ্লাইট চালু করার দাবীতে গত ১৪ জানুয়ারী মঙ্গলবার নর্থ ওয়েষ্টের কার্লাইল বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে কার্লাইল শহরের সাধনগেইট এলাকায় একটি অভিজাত রেস্টুরেন্টে এক জনসভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ কমিউনিটি নেতা ও ব্যবসায়ী হাজী শুকুর আলীর সভাপতিত্বে ও কমিউনিটি সংগঠক সৈয়দ সিদ্দিক আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনেল এয়ারপোর্টের আহবায়ক কে এম আবুতাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কার্লাইল সিটি কাউন্সিলের সাবেক সিভিক মেয়র কাউন্সিলার আব্দুল হারিদ। সভায় প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সেলিম সিদ্দিকী, সাংবাদিক শাহান চৌধুরী, আতা মিয়া, আব্দুল আহাদ, দিলাওয়ার আলী প্রমুখ।
সভায় বক্তারা সিলেটবাসীর প্রতি বৈষম্যমূলক আচরণ, নো ভিসা ফি অত্যধিক হারে বৃদ্ধি, শাহজালাল বিমানবন্দরে নরওয়ে প্রবাসী সাঈদ উদ্দিনকে নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বক্তারা ম্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা, বিমানে ভাড়া হ্রাস ও প্রবাসীদের সহায় সম্পত্তি রক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
প্রধান অতিথি কে এম আবুতাহের চৌধুরী বলেন দীর্ঘ ২২ বছর ধরে ওসমানী বিমানবন্দরকে কেন পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর করা হয়নি তা সিলেটবাসী জানতে চায়। তাই যতদিন পর্যন্ত কাতার,আমিরাত ও অন্যান্য এয়ার লাইনের ফ্লাইট চালু হবে না ততদিন পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।
সভায় ওসমানী বিমানবন্দর নিয়ে গঠিত ক্যাম্পেইন কমিটি ইউকের ২১ সদস্য বিশিষ্ট কামব্রিয়া শাখা গঠন করা হয়। কর্মকর্তারা হচ্ছেন, আহ্বায়ক কাউন্সিলার আব্দুল হারিদ ।যুগ্ম আহ্বায়ক সেলিম সিদ্দিকী, শুকুর আলী ও দিলাওয়ার আলী, সদস্য সচিব সৈয়দ সিদ্দিক আলী, অর্থ সচিব আব্দুল আহাদ। কমিটিতে আরো ১৫ জন সদস্য রয়েছেন।
সভায় টিসাইড ভ্যালি, কার্লাইল, নিউক্যাসল ও কামব্রিয়ার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক লোক অংশ গ্রহণ করেন।