শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে চায় না: সৈয়দা রিজওয়ানা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:০৮:২২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে এখন পর্যন্ত ভারতের অবস্থান দেখে মনে হচ্ছে দেশটি তাকে ফেরত পাঠাতে চায় না। তবুও তাকে দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত রাখবে সরকার— এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে পাহাড় কাটা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে এ নিয়ে আলোচনা হবে। সব দল সংস্কারের ধারণা গ্রহণ করেছে। যেকোনো রাজনৈতিক দল তাদের মতামত দিতে পারে। এ সময় সংস্কার, নির্বাচনের রোডম্যাপ ও বিচার সামান্তরালে চলছে বলেও মন্তব্য করেন তিনি।
সংস্কার করে জুলাই-আগষ্টের মধ্যে নির্বাচন সম্ভব কি না এমন প্রশ্নে পরিবেশ উপদেষ্টা বলেন, এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য প্রয়োজন। সবকিছু ঐক্যমতের ভিত্তিতেই হবে।
পানিবন্টন চুক্তি নিয়ে তিনি বলেন, সকল অভিন্ন নদীতে পানির স্বার্থ রক্ষা করতে হবে। এর আগে গঙ্গা চুক্তি রিনিউ করা হয়েছে। আশা করছি আবারও রিনিউ করা হবে। তিস্তা প্রকল্পে যে দেশই সহযোগিতা করুক না কেন, তা জনগণের সাথে আলোচনা করা উচিত।