বড়লেখায় সাংবাদিক নূরুল ওয়াহিদকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৪:১৮ অপরাহ্ন
আশফাক আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় একাত্তর টেলিভিশনের ইউরোপ প্রতিনিধি সাংবাদিক নূরুল ওয়াহিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) রাত ৮টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে বড়লেখা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বড়লেখা রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ফয়ছল আহমদ।
বড়লেখা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বড়লেখা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি একাত্তর টেলিভিশনের ইউরোপ প্রতিনিধি সাংবাদিক নূরুল ওয়াহিদ, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, ইসলামী ব্যাংক দাসেরবাজার আউটলেট ইনচার্জ হাফিজ ফয়ছল আহমদ, বড়লেখা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, সদস্য তাহমীদ ইশাদ রিপন, রেদওয়ান আহমদ রুম্মান ও তাওহিদ সারওয়ার মান্না।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন কুমার দাস।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক নাজমুল ইসলাম তুহিন, বড়লেখা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এ জে লাভলু, যুব কল্যাণ পরিষদের বড়লেখা পৌর বিভাগের আহ্বায়ক ছায়েদ আহমদ ছাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা সদর ইউনিয়ন সেক্রেটারি মোল্লা আহমদ হোসাইন, সাপ্তাহিক সময়ের চিত্র প্রতিনিধি নিজাম উদ্দিন, যমুনা প্রতিদিন প্রতিনিধি শাহরিয়ার আহমদ শাকিল, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আফজাল হোসেন রুমেলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


